Your question has been sent.
Expect an answer!
Feni Rd, Bangladesh, Chhāgalnāiya
Feni computer institute girl's hostel - Hostel in Chhāgalnāiya, Bangladesh
Dormitory of FCI.
well environment and secure for girls
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট বাংলাদেশের একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। এটি দেশের একমাত্র আইসিটি নির্ভর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। এই ইনস্টিটিউটটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৬ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। এটি হলো বাংলাদেশ সরকারের একমাত্র আধুনিক পলিটেকনিক ইন্সটিটিউট, যা ফেণী জেলার নতুন রানীর হাটে অবস্থিত। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত। এর চারপাশে রয়েছে মনোরম প্রাকৃতিক ছোঁয়া।প্রতিষ্ঠানটি মূল শহর থেকে সামান্য দূরে মনোরম পরিবেশে অবস্থিত। এই প্রতিষ্ঠানে ডাটা টেলিকমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি (ডি এন টি), কম্পিউটার সাইন্স ও টেকনোলজি (সি এস টিএবং টেলিকমিউনিকেশন টেকনোলজি (টি সি টিএই তিনটি বিষয়ে ৪বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পরিচালতি হচ্ছে। সেই সাথে বিশ্বব্যাংক এর অর্থায়নে স্কিলস ফর ইমপ্লিমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIPএর অধীনে স্বল্পমেয়াদী বিভিন্ন কোর্স পরিচালিত হচ্ছে।তৎকালিন সরকার ফেনী জেলাতে একটি কম্পিউটার ইনস্টিটিউট স্থাপন করার পরিকল্পনা করার পর ২০০৩ সালের অক্টোবার মাসের ৬ তারিখ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি অধিশায়িত করেন ।মূল ক্যাম্পাসে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন। যা শ্রেণীকক্ষ, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ওয়ার্কশপ রুম, এবং ল্যবরেটরী, কম্পিউটার ল্যবরেটরী নিযে গঠিত ।একটি ৫ তলা ছাত্র হল অাছে এবং ফজিলাতুন্নেসা হল নামে একটি ছাত্রী হল রয়েছে।
Everything is very good and hostels environment is very good.
hostels environment is very good and suitable for girls to stay.
ভিতরের আর্কিটেকচার ডিজাইন টা দেখার খুব ইচ্ছা আছে
nice place
Bangladesh is very beautiful county
ছাত্রীহল
বাহির থেকে দেখেছি। ভিতরে যাওয়া হয়নি কখনো :P
Feni Rd, Bangladesh, Chhāgalnāiya
Your question has been sent.
Expect an answer!
Thank!
Your review has been submitted.
Thank you for being with us!
We will call you back!